স্বাগতম

বাংলাদেশ মহিলা সমিতি

'নারী অধিকার শতাব্দীর অঙ্গীকার'

'শতবর্ষে ডক্টর নীলিমা ইব্রাহিম' স্মরণে বাংলাদেশ মহিলা সমিতির বাংলা ওয়েবসাইট অবমুক্ত করা হলো ۔ তারিখ- ১১ অক্টোবর ২০২১ খ্রিঃ

বাংলাদেশ মহিলা সমিতির পরিচিতি

ড. নীলিমা ইব্রাহিম
প্রতিষ্ঠাতা সভানেত্রী
বামস
মিসেস আইভি রহমান
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদিকা
বামস

‘বাংলাদেশ মহিলা সমিতি’ দেশের সর্বস্তরের মহিলাদের কল্যাণে নিবেদিত একটি অলাভজনক, সমাজকল্যাণমূলক স্বে”ছাসেবী (জাতীয়) সংগঠন। দেশ স্বাধীন হলে সরকারী গেজেট নোটিফিকেশন (তারিখ: ২৮-০২-১৯৭২ গেজেট নোটিফিকেশন নং এস আই ডি/সি ২/৭২/৬৬) আদেশ এর মাধ্যমে তদানীন্তন আপওয়া (APWA – All Pakistan Women’s Association) পূর্ব পাকিস্তান শাখা ‘বাংলাদেশ মহিলা সমিতি’ নামে পরিচিতি লাভ করে। প্রতিষ্ঠাতা সভানেত্রীর দায়িত্ব অর্পিত হয় বিশিষ্ট শিক্ষাবিদ ও নারী জাগরণের অগ্রদূত প্রয়াত ড. নীলিমা ইব্রাহিম এর উপর। যিনি সর্বদা দেশের মাটি ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। দেশপ্রেমী এই মানুষটির পাশে ছিলেন একই মতাদর্শে বিশ্বাসী প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদিকা বিশিষ্ট নারীনেত্রী বেগম আইভি রহমান। ড. নীলিমা ইব্রাহিমের বলিষ্ঠ নেত্রীত্বে এবং নারীনেত্রী বেগম আইভি রহমান এর সাংগঠনিক দক্ষতায় বাংলাদেশ মহিলা সমিতির কর্মকান্ডে সফলতা লাভ করে। দীর্ঘ পঞ্চাশ বছর ধরে সংগঠনটি নারী ও শিশু উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ‘বাংলাদেশ মহিলা সমিতি’র প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত। এছাড়া দেশের প্রায় সব বিভাগীয় শহরে রয়েছে এ সংগঠনের শাখা। অভ্যন্তরীণ কর্মকান্ড পরিচালনার সাথে সাথে আন্তর্জাতিক ক্ষেত্রেও ‘বাংলাদেশ মহিলা সমিতি’ ‘এসোসিয়েটেড কান্ট্রি উইমেন অব দ্য ওয়ার্ল্ড’, ‘ইন্টারন্যাশনাল এলায়েন্স অব উইমেন’ এবং ‘উইমেন কাউন্সিল’ এর সদস্য।

বর্তমানে বেইলী রোড এর প্রধান কার্যালয়-এ নারী ও শিশু উন্নয়নে বর্ণিত কার্যক্রমসমূহ পরিচালিত হচ্ছে : ড. নীলিমা ইব্রাহিম প্রাথমিক শিক্ষা সহায়তা বিভাগ, আইভি রহমান কর্মজীবী নারী প্রশিক্ষণ বিভাগ এবং নারী ও শিশু স্বাস্থ্য সেবা প্রকল্প, রেণু আহমেদ মেমোরিয়াল প্রশিক্ষণ বিভাগ, আইন সহায়তা বিভাগ, এস এ ব্রেস্ট ক্যান্সার ডিটেকশন এন্ড এ্যাওয়ারনেস বিভাগ, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিভাগ, নারী ও শিশু উন্নয়নধর্মী গবেষণা বিভাগ, ত্রাণ তহবিল বিভাগ, বিশেষ শিশু সহায়তা বিভাগ, সংস্কৃতি বিভাগ ও বিভিন্ন প্রকল্প। বর্তমানে সমগ্র বাংলাদেশে আমাদের ১১টি শাখা-সংগঠন নারী ও শিশু উন্নয়নে অবদান রেখে চলেছে। নারী ও শিশু উন্নয়নের কার্যক্রমের সাথে সাথে ১৯৭৩ সাল থেকে বাংলাদেশ মহিলা সমিতি দেশের সংস্কৃতি চর্চায় বিশাল অবদান রাখতে সক্ষম হয়েছে। ‘বাংলাদেশ মহিলা সমিতি’ মিলনায়তনের মাধ্যমে বাংলা নাট্য জগতের বহু নামী-দামী নাট্য শিল্পী আজ সাংস্কৃতিক জগতের উজ্জ্বল নক্ষত্র। ১৯৪৯ সালে নির্মিত বাংলাদেশ মহিলা সমিতির জরাজীর্ণ ভবনটি বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পাবলিক প্রাইভেট পার্টনারশীপ প্রকল্প কর্মসূচির আওতায় আধুনিক সুযোগ সুবিধাসহ কমপ্লেক্স ভবনে (২০১১-২০১৪) সালে রূপান্তরিত হয়েছে। নতুন ভবনে বাংলাদেশ মহিলা সমিতি নতুন আঙ্গিকে ২৫৪ আসন বিশিষ্ট নীলিমা ইব্রাহিম মিলনায়তন, ১৭০ আসন বিশিষ্ট আইভি রহমান মিলনায়তন এবং ৩০ আসন বিশিষ্ট কনফারেন্স রুম পরিচালনা করে আসছে ।