স্বাগতম

বাংলাদেশ মহিলা সমিতি

'নারী অধিকার শতাব্দীর অঙ্গীকার'

'শতবর্ষে ডক্টর নীলিমা ইব্রাহিম' স্মরণে বাংলাদেশ মহিলা সমিতির বাংলা ওয়েবসাইট অবমুক্ত করা হলো ۔ তারিখ- ১১ অক্টোবর ২০২১ খ্রিঃ

ত্রাণ ও পুনর্বাসন বিভাগ

ত্রাণ তহবিল বিভাগ

চেয়ারপার্সন – জাহানারা বেগম

প্রাকৃতিক দুর্যোগ ও যে কোন দুর্ঘটনা মোকাবেলায় ত্রাণের ব্যবস্থা নেয়া এই প্রকল্পের মাধ্যমে করা হয়। শীতের মৌসুমে বামস পরিচালিত স্কুলের শিশুদের মাঝে কম্বল, সোয়েটার ইত্যাদি বিতরন করা হয়। এই প্রকল্পটি মূলত সদস্যদের অনুদান থেকে পরিচালিত হয়। সদস্যরা অর্থ, প্রয়োজনীয় ঔষধ ও অন্যান্য আনুষঙ্গিক দ্রব্যাদি সংগ্রহ করে দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন।

নারী ও শিশুর সামাজিক অবস্থান উন্নয়নে বাংলাদেশে অন্যতম অগ্রণী সংগঠন

বর্তমানে সমিতির বেইলী রোড এর প্রধান কার্যালয়-এ নারী ও শিশু উন্নয়নে নিন্মে বর্ণিত কার্যক্রমসমূহ পরিচালিত হচ্ছে:

Current Project