স্বাগতম

বাংলাদেশ মহিলা সমিতি

'নারী অধিকার শতাব্দীর অঙ্গীকার'

'শতবর্ষে ডক্টর নীলিমা ইব্রাহিম' স্মরণে বাংলাদেশ মহিলা সমিতির বাংলা ওয়েবসাইট অবমুক্ত করা হলো ۔ তারিখ- ১১ অক্টোবর ২০২১ খ্রিঃ

রেনু আহমেদ মেমোরিয়াল প্রশিক্ষণ বিভাগ

রেণু আহমেদ মেমোরিয়াল প্রশিক্ষণ বিভাগ

চেয়ারপার্সন – সঙ্গীতা আহমেদ

বাংলাদেশ মহিলা সমিতির আজীবন সদস্য ও বিশিষ্ট সমাজসেবী বেগম রেণু আহমেদ এর আকস্মিক মৃত্যুর পর তাঁর স্মরণে এই কার্যক্রম ২০০০ সাল হতে যাত্রা শুরু করে। তদানীন্তন সহ সভানেত্রী বেগম আইভি রহমান ও সমিতির তদানিন্তন যুগ্ম সম্পাদিকা সিতারা আহ্সানউল্লাহর ঐকান্তিক প্রচেষ্টা ও মরহুমার পরিবারের পক্ষ হতে ড. তোফায়েল আহ্মেদ এর অনুপ্রেরণায় “উইম্যান ইন নিউ মিলিনিয়াম” নামে একটি প্রকল্পের মাধ্যমে কর্মকান্ড শুরু হয়।

প্রাথমিক পর্যায় ২০০১ সালে জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট (ঘওঈঠউ) এর সেবিকা বোনদের ইংরেজী ভাষা শিক্ষা প্রদান করা হয়। জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট এর ১৯৫জন সেবিকা কয়েক ধাপে এই প্রশিক্ষণ গ্রহণ করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সর্বমোট ৬২জন সেবক/সেবিকা এই ইংরেজী ভাষা শিক্ষা গ্রহণ করেন। এছাড়াও বিচ্ছিন্ন ভাবে ২৬৭ জন প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হতো। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ মহিলা সমিতির পক্ষ থেকে সেবিকাদের বিদেশে উচ্চতর প্রশিক্ষণ দেয়া হতো।

একই সাথে প্রধান কার্যালয়ে বেসিক কম্পিউটিং প্রশিক্ষণ দেয়া হতো। ২০২২ সাল পর্যন্ত সর্বমোট ১২০০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ ও প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট গ্রহণ করেছেন এবং প্রকল্পটি চলমান আছে।

নারী ও শিশুর সামাজিক অবস্থান উন্নয়নে বাংলাদেশে অন্যতম অগ্রণী সংগঠন

বর্তমানে সমিতির বেইলী রোড এর প্রধান কার্যালয়-এ নারী ও শিশু উন্নয়নে নিন্মে বর্ণিত কার্যক্রমসমূহ পরিচালিত হচ্ছে:

Current Project