স্বাগতম

বাংলাদেশ মহিলা সমিতি

'নারী অধিকার শতাব্দীর অঙ্গীকার'

'শতবর্ষে ডক্টর নীলিমা ইব্রাহিম' স্মরণে বাংলাদেশ মহিলা সমিতির বাংলা ওয়েবসাইট অবমুক্ত করা হলো ۔ তারিখ- ১১ অক্টোবর ২০২১ খ্রিঃ

আইন সহায়তা বিভাগ

আইন সহায়তা বিভাগ

চেয়ারপর্সান – সালেহা বেগম শিল্পী, এডভোকেট

প্রতিষ্ঠাকাল থেকে বাংলাদেশ মহিলা সমিতি বিনামূল্যে নারীর আইন সহায়তা বিভাগটি পরিচালনা করে আসছে। ১৯৭৩ সালে এই বিভাগটি কাউন্সিলিং এর কার্যক্রম ও বিভিন্ন প্রশিক্ষণের প্রবর্তন করে এবং সেই সাথে কোর্টে নারীকে সহায়তা দানে সিদ্ধান্ত গ্রহণ করে।

এই প্রেক্ষিতে নারী অধিকার বিষয়ক নানাবিধ সেমিনার, ওয়ার্কসপ ও গোলটেবিলের আয়োজন করা হয়। মূলত তালাক, যৌতুক, সন্তানের অভিভাবকত্ব, খোরপোষ প্রাপ্তি, নারী ও শিশু পাচার রোধে বামস এর পক্ষ থেকে সর্ব প্রকার আইনগত সহায়তা প্রদান করা হয়।

৮০ দশক হতে নিয়মিতভাবে বাংলাদেশ মহিলা সমিতি সমসাময়িক আইনি অধিকার বিষয়ে নানাবিধ অনুষ্ঠান প্রচারের আয়োজন করে আসছে এবং আশেপাশের বিদ্যালয় ও কলেজে নারী সহায়তায় আইন সমূহ নিয়ে কর্মশালার আয়োজন করে। ২০০৬ থেকে জানুয়ারী ২০০৮ সাল পর্যন্ত কানাডিয়ান সিডার অর্থায়নে বন্ধন শিরোনামে একটি প্রকল্প অত্যন্ত সাফল্যের সাথে পরিচালনা করে। বন্ধন প্রকল্পের মূল বিষয় ছিল পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে নারী ও কিশোরীর ‘দেশে প্রচলিত নারী সুরক্ষা আইন’ সম্পর্কে জানা।

দীর্ঘ কয়েক দশকের ধারাবাহিকতায় ২০১৭ সালে “নারী ও শিশু পাচার রোধে প্রচলিত আইনি নিরাপত্তার প্রয়োগে বাংলাদেশ ও প্রতিবেশী রাষ্ট্রের ভূমিকা ও মানব অধিকার”। অপরটি “গণগবেষণার মাধ্যমে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন” এর উপর সেমিনার করা হয় যা সুধী সমাজে সমাদৃত হয়েছে। আইনি অধিকার আদায়ের প্রয়োজনে প্রতিবাদ মিছিল ও মিটিং এ বামস যোগদান করে থাকে। বর্তমানে কোভিড-১৯ এর কারণে সমাবেশ বন্ধ থাকায় আমাদের কার্যক্রম শুধুমাত্র আইনি সেবায় সীমিত আছে। ২০১৪ সাল থেকে প্রয়োজনে আদালতে কেস চলাকালীন সময় বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর সহযোগিতা নেয়া হয়।

১৯৯৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বামস সর্বমোট ১৪,০৪৭ জন ক্লায়েন্টকে আইনি সহায়তা প্রদান করেছে।
কোভিড-১৯ নিয়ন্ত্রিত হলে, বাংলাদেশ মহিলা সমিতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শত বার্ষিকী (মুজিব বর্ষ) উদযাপন উপলক্ষ্যে “বঙ্গবন্ধুর সোনার বাংলার ঊষালগ্ন হতে আজকের ডিজিটাল বাংলাদেশে নারীর উন্নয়ন ও মর্যাদার ধারাবাহিকতা” অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহণ করে।

নারী ও শিশুর সামাজিক অবস্থান উন্নয়নে বাংলাদেশে অন্যতম অগ্রণী সংগঠন

বর্তমানে সমিতির বেইলী রোড এর প্রধান কার্যালয়-এ নারী ও শিশু উন্নয়নে নিন্মে বর্ণিত কার্যক্রমসমূহ পরিচালিত হচ্ছে:

Current Project