স্বাগতম

বাংলাদেশ মহিলা সমিতি

'নারী অধিকার শতাব্দীর অঙ্গীকার'

'শতবর্ষে ডক্টর নীলিমা ইব্রাহিম' স্মরণে বাংলাদেশ মহিলা সমিতির বাংলা ওয়েবসাইট অবমুক্ত করা হলো ۔ তারিখ- ১১ অক্টোবর ২০২১ খ্রিঃ

আইভি রহমান মেমোরিয়াল নারী ও শিশু স্বাাস্থ্য সেবা প্রকল্প

আইভি রহমান মেমোরিয়াল নারী ও শিশু স্বাাস্থ্য সেবা প্রকল্প

চেয়ারপার্সন – রোকেয়া রহমান

২০০৫ – ২০০৬ দাতা সংস্থা এ্যাকশন এইড এর অর্থায়নে efforts & improve the under privilege solvency প্রকল্পের অধীনে স্বাস্থ্য খাতে বিভিন্ন ব্যাধি যথা- পানিবাহিত রোগ, প্রজনন স্বাস্থ্য, সংক্রামক ব্যাধি যথা- HIV/AIDS ইত্যাদি, গর্ভবতী ও প্রসবকালীন মায়ের সঠিক যত্ন, শিশুকে মাতৃদুগ্ধ পান ইত্যাদি বিষয় নিয়মিত ওয়ার্কশপ এর আয়োজন করা। সেই সাথে বস্তিবাসীদের বিভিন্ন সমাজ বিরোধী কাজ যথা : নারী ও শিশু পাচার রোধ এবং মাদকাসক্তির প্রসার ও কুফল সম্পর্কে সতর্কীকরণ এবং শিশুদের নানাবিধ অপরাধ থেকে দূরে রাখা। এই প্রকল্পের অধীনে জুন, ২০১৮ সাল থেকে বাংলাদেশ মহিলা সমিতির প্রধান কার্যালয়ে বিনামূল্যে “আইভি রহমান নারী ও শিশু স্বাস্থ্য সেবা প্রকল্পে” সপ্তাহে তিন দিন (সোম, মঙ্গল, বুধ), সময়: সকাল ১০:০০টা থেকে দুপুর ০১:০০টা পর্যন্ত অভিজ্ঞ মহিলা ডাক্তার দ্বারা নারী ও শিশুদের চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনে ঔষধ দেয়া হয়। প্রকল্পটিতে ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত আনুমানিক ৩০০০ জন রোগীকে সেবা প্রদান করা হয়েছে এবং প্রায় ১৩০০ জন নারী ও শিশুকে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

নারী ও শিশুর সামাজিক অবস্থান উন্নয়নে বাংলাদেশে অন্যতম অগ্রণী সংগঠন

বর্তমানে সমিতির বেইলী রোড এর প্রধান কার্যালয়-এ নারী ও শিশু উন্নয়নে নিন্মে বর্ণিত কার্যক্রমসমূহ পরিচালিত হচ্ছে:

Current Project