শততম জন্ম দিবসে ড. নীলিমা ইব্রাহিমের প্রতি বাংলাদেশ নারী প্রগতি সংঘ–এর শ্রদ্ধাঞ্জলি
বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজ রূপান্তরে সক্রিয় ড. নীলিমা ইব্রাহিম (১৯২১-২০০২)-এর শততম জন্ম দিবসে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)-এর পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা জানাই।
সময়ের চেয়ে প্রাগ্রসর চিন্তার অধিকারী ড. নীলিমা ইব্রাহিম তাঁর বিস্তৃত কর্মজীবনে নারী-পুরুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য একটি বৈষম্যমুক্ত ও ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ে তোলার পথে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
শততম জন্ম দিবসে আমরা তাঁর এই অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং বৈষম্যমুক্ত ও ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ার আন্দোলনকে বেগবান করার অঙ্গীকার করছি।
বাংলাদেশ নারী প্রগতি সংঘ-এর পক্ষে
রোকেয়া কবীর
নির্বাহী পরিচালক