স্বাগতম

বাংলাদেশ মহিলা সমিতি

'নারী অধিকার শতাব্দীর অঙ্গীকার'

'শতবর্ষে ডক্টর নীলিমা ইব্রাহিম' স্মরণে বাংলাদেশ মহিলা সমিতির বাংলা ওয়েবসাইট অবমুক্ত করা হলো ۔ তারিখ- ১১ অক্টোবর ২০২১ খ্রিঃ

রোকেয়া কবীর

শততম জন্ম দিবসে . নীলিমা ইব্রাহিমের প্রতি বাংলাদেশ নারী প্রগতি সংঘএর শ্রদ্ধাঞ্জলি

বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজ রূপান্তরে সক্রিয় ড. নীলিমা ইব্রাহিম (১৯২১-২০০২)-এর শততম জন্ম দিবসে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)-এর পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা জানাই।

সময়ের চেয়ে প্রাগ্রসর চিন্তার অধিকারী ড. নীলিমা ইব্রাহিম তাঁর বিস্তৃত কর্মজীবনে নারী-পুরুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য একটি বৈষম্যমুক্ত ও ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ে তোলার পথে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

শততম জন্ম দিবসে আমরা তাঁর এই অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং বৈষম্যমুক্ত ও ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়ার আন্দোলনকে বেগবান করার অঙ্গীকার করছি।

বাংলাদেশ নারী প্রগতি সংঘ-এর পক্ষে

রোকেয়া কবীর

নির্বাহী পরিচালক

নারী ও শিশুর সামাজিক অবস্থান উন্নয়নে বাংলাদেশে অন্যতম অগ্রণী সংগঠন

বর্তমানে সমিতির বেইলী রোড এর প্রধান কার্যালয়-এ নারী ও শিশু উন্নয়নে নিন্মে বর্ণিত কার্যক্রমসমূহ পরিচালিত হচ্ছে:

Current Project