স্বাগতম

বাংলাদেশ মহিলা সমিতি

'নারী অধিকার শতাব্দীর অঙ্গীকার'

'শতবর্ষে ডক্টর নীলিমা ইব্রাহিম' স্মরণে বাংলাদেশ মহিলা সমিতির বাংলা ওয়েবসাইট অবমুক্ত করা হলো ۔ তারিখ- ১১ অক্টোবর ২০২১ খ্রিঃ

শাহ্জাহান কিবরিয়া

ড. নীলিমা ইব্রাহিম স্মরণে
শাহ্জাহান কিবরিয়া

মাতৃসম অধ্যাপক ড. নীলিমা ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন।
আমার কর্মজীবনে তিনি বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন। সে সময় তাঁর প্রশাসনিক দক্ষতা আমাকে মুগ্ধ করেছিল। মকবুল আহমদ চিশতী নামক এক ভন্ডপীর বাংলা একাডেমির বিশাল এলাকা অবৈধভাবে দখল করে বসবাস করছিল। একাডেমি কর্তৃপক্ষ দীর্ঘদিন অনেক চেষ্টা করেও তার কাছ থেকে সে জায়গা উদ্ধার করতে পারেনি। আপা একাডেমিতে যোগদানের পর অল্প সময়ের মধ্যে রক্ষীবাহিনির সাহায্যে ভন্ড পীরের আস্তানা উচ্ছেদ করেন এবং একাডেমির হারানো মূল্যবান জায়গা পুনরুদ্ধার করেন। বর্তমানে সেখানে বহুতল বিশিষ্ট ‘ড. এনামুল হক ভবন’ শোভা পাচ্ছে।
বাংলাদেশ শিশু একাডেমিতে পরিচালক পদে আমি কর্মরত থাকার সময় আপা কয়েক বছর শিশু একাডেমির পরিচালনা বোর্ডের সদস্য ছিলেন। তাঁর সহযোগিতায় সে সময় আমার অনেক কঠিন কাজ সহজ হয়েছিল। সদস্য হওয়া শর্তেও বোর্ডের সভায় তাঁর বলিষ্ঠ ভূমিকার কারণে তাঁকে সভাপতি বলে মনে হতো। তাঁর সিদ্ধান্ত সকল সদস্য বিনা বাক্যব্যয়ে মেনে নিতেন।
ড. নীলিমা ইব্রাহিমের শততম জন্মবার্ষীকিতে তাঁকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

লেখক পরিচিতি:
শাহ্জাহান কিবরিয়া
শিশু সাহিত্যিক,
সাবেক পরিচালক, বাংলাদেশ শিশু একাডেমি।

নারী ও শিশুর সামাজিক অবস্থান উন্নয়নে বাংলাদেশে অন্যতম অগ্রণী সংগঠন

বর্তমানে সমিতির বেইলী রোড এর প্রধান কার্যালয়-এ নারী ও শিশু উন্নয়নে নিন্মে বর্ণিত কার্যক্রমসমূহ পরিচালিত হচ্ছে:

Current Project
আমাদের সম্পর্কে

নারী ও শিশুর সামাজিক অবস্থান উন্নয়নে বাংলাদেশে অন্যতম অগ্রণী সংগঠন

লোকেশন

বাংলাদেশ মহিলা সমিতি কমপ্লেক্স ভবন ৪, নাটক সরণি (নিউ বেইলি রোড ), ঢাকা -১০০০

ফোন :

০২-৫৮৩১৩৩৭৮, ০২-৪৮৩১৫১৬০, ০১৭৩৯৭৩২২৫২

ইমেইল:

bmsdhaka4@yahoo.com

লেটেস্ট নিউজ:

ভর্তি চলছে..

কাটিং ট্রেইলরিং কোর্স

বেসিক কম্পিউটিং কোর্স

ইংরেজি ভাষা শিক্ষার কোর্স

নিউজলেটার