চেয়ারপার্সন – সেহলী সারওয়ার নিপা
বাংলাদেশ মহিলা সমিতির নবনির্মিত ভবণে ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনের সাথে বেগম আইভি রহমান মিলনায়তন, একটি কনফারেন্স রুম ও প্রথম তলায় ‘‘আনন্দ অঙ্গন” নামে একটি উন্মুক্ত স্থান, শিল্প ও সংস্কৃতি চর্চা, প্রদর্শনী, শিশু সমাবেশ ইত্যাদির আয়োজন নিয়মিত ভাবে করা হয়ে থাকে। মহিলা সমিতির মঞ্চ ১৯৭৩ সালে নাট্য ও সংস্কৃতি চর্চার জন্য উন্মুক্ত করা হয়, ফলশ্রুতিতে জন্ম নিয়েছেন বহু বিশিষ্ট নাট্যজন ও সাংস্কৃতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব। আমরা উপহার দিয়েছি সমাজকে সমৃদ্ধ করার মত বহু মুক্তচিন্তাবিদ যাঁরা আজও তরুণ সমাজের আলোর দিশারী।
বাংলাদেশে সুস্থ বিনোদনমূলক নাট্য ও সংস্কৃতি চর্চার সুতিকাঘর বাংলাদেশ মহিলা সমিতির মিলনায়তন সংস্কৃতি ও কৃষ্টির ঐতিহ্য বহন করে।