নীলিমা ইব্রাহিম। একটি নাম, একটি প্রতিষ্ঠান, একটি সমগ্র। মনের দূয়ার খুলে দিয়ে জ্ঞানের আলোকে অন্তর আলোকিত করতেন তাঁর নিজের আলোর দ্যূতিতে। শুধু মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, পরিবার, স্বজন, বন্ধুজন ধন্য হয়েছে তাঁর ব্যক্তিত্বের ঔজ্জ্বল্যে। কর্মযোগী বেগবান একজন মানুষ, সমাজ সংস্কারে, সাহিত্য সৃষ্টিতে তাঁর অবদান বিরল দৃষ্টান্ত। তাঁর তিরোধান চলে যাওয়া নয় অমরত্ব লাভ করা।
অনিমেষ শুভেচ্ছা জানিয়ে
প্রফেসর অনামিকা হক লিলি
০৬-১০-২০২১.