স্বাগতম

বাংলাদেশ মহিলা সমিতি

'নারী অধিকার শতাব্দীর অঙ্গীকার'

'শতবর্ষে ডক্টর নীলিমা ইব্রাহিম' স্মরণে বাংলাদেশ মহিলা সমিতির বাংলা ওয়েবসাইট অবমুক্ত করা হলো ۔ তারিখ- ১১ অক্টোবর ২০২১ খ্রিঃ

এম. আনিছুর রহমান

শুভেচ্ছা বার্তা

আমি জেনে অত্যন্ত আনন্দিত যে “শতবর্ষে নীলিমা ইব্রাহীম” শীরোনামে বাংলাদেশ মহিলা সমিতি একটি কার্যক্রম গ্রহণ করেছে। তাদের এই মহতি উদ্যোগ কে আমি সাধুবাদ জানাই কারণ নারী জাগরণের অগ্রদূত বিশিষ্ট শিক্ষাবিদ ও  বাঙালি জাতির জাগ্রত বিবেক বলে খ্যাত এই মহীয়সী নারী মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শে অটল থেকে সমাজসেবা ও মানবকল্যাণে নিয়োজিত ছিলেন। আমার মাতৃতূল্য বঙ্গমাতা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত প্রফেসর ড. নীলিমা ইব্রাহীম এঁর ১১ অক্টোবর ২০২১ শততম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাঁর মানবিক আদর্শ অনুস্মরণ করার মাধ্যমে  একটি আলোকিত বাংলাদেশ গড়ে উঠবে এই প্রত্যাশা ব্যক্ত করছি।

খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। 

শ্রদ্ধান্তে-

এম. আনিছুর রহমান, 

প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বঙ্গমাতা পরিষদ। বাংলাদেশ। 

০৪.১০.২০২১

নারী ও শিশুর সামাজিক অবস্থান উন্নয়নে বাংলাদেশে অন্যতম অগ্রণী সংগঠন

বর্তমানে সমিতির বেইলী রোড এর প্রধান কার্যালয়-এ নারী ও শিশু উন্নয়নে নিন্মে বর্ণিত কার্যক্রমসমূহ পরিচালিত হচ্ছে:

Current Project