স্বাগতম

বাংলাদেশ মহিলা সমিতি

'নারী অধিকার শতাব্দীর অঙ্গীকার'

'শতবর্ষে ডক্টর নীলিমা ইব্রাহিম' স্মরণে বাংলাদেশ মহিলা সমিতির বাংলা ওয়েবসাইট অবমুক্ত করা হলো ۔ তারিখ- ১১ অক্টোবর ২০২১ খ্রিঃ

সেলিনা চৌধুরী

১১অক্টোবর ২০২১ ড.নীলিমা ইব্রাহিমের শততম শুভ জন্মদিন।

বিশিষ্ট শিক্ষাবিদ , সাহিত্যিক ও সমাজকর্মী প্রয়াত নীলিমা আপা শিক্ষক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অহঙ্কার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে তিনিও শতবর্ষী হলেন।
ছাত্রী ও সহকর্মী হিসাবে তাঁকে আমি অতি ঘনিষ্টভাবে পেয়েছিলাম। দশভূজা বা আধুনিক কম্পিউটারের সাথে তাঁর কর্মকান্ড তুলনা করলে অত্যুক্তি হবেনা। কালজয়ী জননী আপনাকে সহস্র অভিবাদন।


সেলিনা চৌধুরী।
প্রাক্তন পিন্সিপাল হাউস টিউটর, রোকেয়া হল।
ঢাকা বিশ্ববিদ্যালয়

নারী ও শিশুর সামাজিক অবস্থান উন্নয়নে বাংলাদেশে অন্যতম অগ্রণী সংগঠন

বর্তমানে সমিতির বেইলী রোড এর প্রধান কার্যালয়-এ নারী ও শিশু উন্নয়নে নিন্মে বর্ণিত কার্যক্রমসমূহ পরিচালিত হচ্ছে:

Current Project