স্বাগতম

বাংলাদেশ মহিলা সমিতি

'নারী অধিকার শতাব্দীর অঙ্গীকার'

'শতবর্ষে ডক্টর নীলিমা ইব্রাহিম' স্মরণে বাংলাদেশ মহিলা সমিতির বাংলা ওয়েবসাইট অবমুক্ত করা হলো ۔ তারিখ- ১১ অক্টোবর ২০২১ খ্রিঃ

মেঘনা গুহঠাকুরতা

ড. নীলিমা  ইব্রাহিমের  শতবর্ষের  উদ্দেশ্যে  মেঘনা গুহঠাকুরতার শুভেচ্ছা বানী।

বাংলাদেশের  ইতিহাসে  ড. নীলিমা ইব্রাহীম  চিরস্বরণীয়  হয়ে থাকবেন মুক্তিযুদ্ধে  সক্রিয় অংশগ্রহণ  এবং মুক্তিযুদ্ধ পরবর্তী  সময়ে  বীরাঙ্গনা  নারীদের পূণর্বাসনে  ভূমিকা রাখার জন্য। তিনিই  প্রথম একাত্তরের  নির্যাতিত  নারীদের  কথা গ্রন্থাকারে প্রকাশ  করেছেন।  মুক্তিযুদ্ধে  নারীদের  বহুবিধ  ভূমিকা এবং স্বীৃকৃতি আদায়ে  তিনি  পথিকৃতের ভূমিকা  পালন করেছেন।  শতবর্ষে  তাঁর  স্মৃতির  প্রতি রইল  আমাদের  বিনম্র  শ্রদ্ধা। 

মেঘনা গুহঠাকুরতা

Research Initiatives, Bangladesh (RIB)
House#07, Road# 17, Block-C, Banani, Dhaka-1213

নারী ও শিশুর সামাজিক অবস্থান উন্নয়নে বাংলাদেশে অন্যতম অগ্রণী সংগঠন

বর্তমানে সমিতির বেইলী রোড এর প্রধান কার্যালয়-এ নারী ও শিশু উন্নয়নে নিন্মে বর্ণিত কার্যক্রমসমূহ পরিচালিত হচ্ছে:

Current Project