স্বাগতম

বাংলাদেশ মহিলা সমিতি

'নারী অধিকার শতাব্দীর অঙ্গীকার'

'শতবর্ষে ডক্টর নীলিমা ইব্রাহিম' স্মরণে বাংলাদেশ মহিলা সমিতির বাংলা ওয়েবসাইট অবমুক্ত করা হলো ۔ তারিখ- ১১ অক্টোবর ২০২১ খ্রিঃ

প্রফেসর অনামিকা হক লিলি 

নীলিমা ইব্রাহিম। একটি নাম, একটি প্রতিষ্ঠান, একটি সমগ্র। মনের দূয়ার খুলে দিয়ে জ্ঞানের আলোকে অন্তর আলোকিত করতেন তাঁর নিজের আলোর দ্যূতিতে। শুধু মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, পরিবার, স্বজন, বন্ধুজন ধন্য হয়েছে তাঁর ব্যক্তিত্বের ঔজ্জ্বল্যে। কর্মযোগী বেগবান একজন মানুষ, সমাজ সংস্কারে, সাহিত্য সৃষ্টিতে তাঁর অবদান বিরল দৃষ্টান্ত। তাঁর তিরোধান চলে যাওয়া নয় অমরত্ব লাভ করা।

অনিমেষ শুভেচ্ছা জানিয়ে 

প্রফেসর অনামিকা হক লিলি 

০৬-১০-২০২১.

নারী ও শিশুর সামাজিক অবস্থান উন্নয়নে বাংলাদেশে অন্যতম অগ্রণী সংগঠন

বর্তমানে সমিতির বেইলী রোড এর প্রধান কার্যালয়-এ নারী ও শিশু উন্নয়নে নিন্মে বর্ণিত কার্যক্রমসমূহ পরিচালিত হচ্ছে:

Current Project