স্বাগতম

বাংলাদেশ মহিলা সমিতি

'নারী অধিকার শতাব্দীর অঙ্গীকার'

'শতবর্ষে ডক্টর নীলিমা ইব্রাহিম' স্মরণে বাংলাদেশ মহিলা সমিতির বাংলা ওয়েবসাইট অবমুক্ত করা হলো ۔ তারিখ- ১১ অক্টোবর ২০২১ খ্রিঃ

বিশেষ শিশু সহায়তা বিভাগ

বিশেষ শিশু সহায়তা বিভাগ

চেয়ারপার্সন – শবনম জাহান শিলা

১৯৭৬ সনে বাংলাদেশ মহিলা সমিতি আন্তর্জাতিক নারী সংস্থা উইমেন কাউন্সিল এর অর্থায়নে ওয়ের কলেজ, হার্টফোর্ডশেয়ার, ইউকে কর্তৃক আয়োজিত “মানসিক ও শারীরিক প্রতিবন্ধী শিশুদের” উন্নয়ন বিষয়ক ১(এক) বৎসর ব্যাপী বিশেষ প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য প্রশিক্ষণার্থী প্রেরণ করে। ১৯৯১ পর্যন্ত বাংলাদেশ মহিলা সমিতির পক্ষ থেকে এই কোর্সে নিয়মিতভাবে যোগদান করার জন্য প্রতিনিধি পাঠানো হয়। পরবর্তীতে দীর্ঘ সময় বিরতির পর উইমেন কাউন্সিল অব ইউকে’র অর্থায়নে ২০০৪ থেকে ২০১৫ পর্যন্ত ভারতের মুম্বাইয়ে “স্প্যাস্টিক সোসাইটি অব ইন্ডিয়া” আয়োজিত প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী প্রেরণ করে। পরবর্তীতে ২০১৭ পর্যন্ত উক্ত বিষয়ে উইমেন কাউন্সিল অব ইউকে এর অর্থায়নে ভারতের মুম্বাই এ অবস্থিত এডিএপিটি (এবেল ডিসএবেল্ড অল পিপল টুগেদার) কর্তৃক Community Initiatives In Inclusion (CII) বিষয়ে (বিশেষ শিশুদের আলাদা করে না রেখে সকলের সাথে একসাথে বড় করার বিষয়ে) বিশেষ প্রশিক্ষণে নিয়মিত প্রশিক্ষণার্থী প্রেরণ করে। মূলত এই প্রশিক্ষণার্থীরা বাংলাদেশের ‘বিশেষ শিশু’ উন্নয়নের সাথে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। প্রশিক্ষণ গ্রহণের পর নিজ নিজ কর্মক্ষেত্রে নুতন ধ্যান ধারণামূলক প্রশিক্ষণকে কাজে লাগাতে সফল হয়েছেন।

২০১৪ সাল হতে বাংলাদেশ মহিলা সমিতি বিশেষ শিশুদের মায়েদের সদস্য করে ‘উত্তরণ’ নামে একটি ক্লাব পরিচালনা করে আসছে এবং সদস্য মায়েদের জন্য নিয়মিত বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে থাকে। ‘বামস’ নিজস্ব উদ্যোগে বিশেষ শিশুদের বিভিন্ন সরকারী সুযোগ সুবিধা লাভের উদ্দেশ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য অনুপ্রাণিত করে থাকে।

নারী ও শিশুর সামাজিক অবস্থান উন্নয়নে বাংলাদেশে অন্যতম অগ্রণী সংগঠন

বর্তমানে সমিতির বেইলী রোড এর প্রধান কার্যালয়-এ নারী ও শিশু উন্নয়নে নিন্মে বর্ণিত কার্যক্রমসমূহ পরিচালিত হচ্ছে:

Current Project