স্বাগতম

বাংলাদেশ মহিলা সমিতি

'নারী অধিকার শতাব্দীর অঙ্গীকার'

'শতবর্ষে ডক্টর নীলিমা ইব্রাহিম' স্মরণে বাংলাদেশ মহিলা সমিতির বাংলা ওয়েবসাইট অবমুক্ত করা হলো ۔ তারিখ- ১১ অক্টোবর ২০২১ খ্রিঃ

নারী ও শিশু উন্নয়নধর্মী গবেষণা বিভাগ

নারী ও শিশু উন্নয়নধর্মী গবেষণা বিভাগ

চেয়ারপার্সন – ড. মারুফী খান

এই বিভাগের অধীনে নারী ও শিশু উন্নয়নে নিয়োজিত প্রকল্পের প্রতিবেদন ও গবেষণা মূলক গ্রন্থাদি নিয়মিত প্রকাশ করা হয়ে থাকে।

নারী ও শিশুর সামাজিক অবস্থান উন্নয়নে বাংলাদেশে অন্যতম অগ্রণী সংগঠন

বর্তমানে সমিতির বেইলী রোড এর প্রধান কার্যালয়-এ নারী ও শিশু উন্নয়নে নিন্মে বর্ণিত কার্যক্রমসমূহ পরিচালিত হচ্ছে:

Current Project