স্বাগতম

বাংলাদেশ মহিলা সমিতি

'নারী অধিকার শতাব্দীর অঙ্গীকার'

'শতবর্ষে ডক্টর নীলিমা ইব্রাহিম' স্মরণে বাংলাদেশ মহিলা সমিতির বাংলা ওয়েবসাইট অবমুক্ত করা হলো ۔ তারিখ- ১১ অক্টোবর ২০২১ খ্রিঃ

আইভি রহমান কর্মজীবী নারী প্রশিক্ষণ বিভাগ এবং নারী ও শিশু স্বাাস্থ্য সেবা প্রকল্প

আইভি রহমান মেমোরিয়াল বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রকল্প

চেয়ারপার্সন – রোকেয়া রহমান

সমাজের স্বল্পসুযোগ প্রাপ্ত শিশুদের জন্য বাংলাদেশ মহিলা সমিতি (বামস) পরিচালিত স্কুলের ছাত্র/ছাত্রীদের মায়েদের আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যে ২০০৩ সালে বেগম আইভি রহমানের উদ্যোগে নিউ বেইলী রোড এ “বৈশাখী মাদার্স ক্লাব” ও আগা নওয়াব দেউড়ী তে “ফাল্গুনী মাদার্স ক্লাব” গঠন করেন। ২০০৪ সালে বামস তদানীন্তন সভানেত্রী বেগম আইভি রহমান এর মৃত্যুর পর তাঁর প্রতি সম্মান প্রদর্শণ স্বরূপ এই বিভাগের নামকরণ করা হয়। এই ক্লাবের উদ্দেশ্য ছিল বিদ্যালয়ের অপেক্ষমান মায়েদের বিনামূল্যে অক্ষর জ্ঞান ও বিভিন্ন বিষয়ে অর্থ উপার্জনকারী প্রশিক্ষণ প্রদান এবং মা ও শিশুর নানাবিধ রোগ সম্পর্কে সচেতন করা।

২০০৫ – ২০০৬ দাতা সংস্থা এ্যাকশন এইড এর অর্থায়নে efforts & improve the under privilege solvency প্রকল্পের অধীনে এবং পরবর্তীতে নিজস্ব অর্থায়ানে পরিচালিত এই প্রশিক্ষণে অস্বচ্ছল পরিবারের মায়েদের বিনামূল্যে বয়স্ক শিক্ষা, কাটিং/সেলাই, ব্লক-বাটিক, প্যাকেজিং ও রান্না প্রশিক্ষণ দেয়া হয়। শিক্ষানবিশ নারীদের উৎসাহিত করার জন্য প্রদর্শনীরও আয়োজন করা হয়।

এই কার্যকমের আরেকটি অংশে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারের কিশোরী ও নারীদের নির্ধারিত ফিস প্রদানের বিপরীতে নিয়মিত সেলাই প্রশিক্ষণ ও হস্তশিল্প প্রশিক্ষণ দেওয়া হয়। যাতে করে একজন নারী নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। ২০২২ সাল পর্যন্ত ১২০০ জন প্রশিক্ষণার্থীকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং অদ্যাবধি বহু নারী হস্তশিল্প প্রশিক্ষণ গ্রহণ করেছে।
নারীকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে নারী উদ্যোক্তা সৃষ্টি ও ব্যবসা ক্ষেত্রে সহায়তা করা এই প্রকল্পের উদ্দেশ্য – এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সময়ে হস্তশিল্প প্রশিক্ষণ ও প্রদর্শনীর আয়োজন এর ব্যবস্থা নেয়া হয়ে থাকে।


নারী ও শিশুর সামাজিক অবস্থান উন্নয়নে বাংলাদেশে অন্যতম অগ্রণী সংগঠন

বর্তমানে সমিতির বেইলী রোড এর প্রধান কার্যালয়-এ নারী ও শিশু উন্নয়নে নিন্মে বর্ণিত কার্যক্রমসমূহ পরিচালিত হচ্ছে:

Current Project