চেয়ারপার্সন – তসলীমা চৌধুরী
বাংলাদেশ মহিলা সমিতির প্রতিষ্ঠাতা সভানেত্রী বিশিষ্ট শিক্ষাবিদ ড. নীলিমা ইব্রাহিমের ঐকান্তিক প্রচেষ্টায় ‘সকল শিশুর জন্য শিক্ষার সুযোগ’ এই ¯স্লোগানকে সামনে রেখে স্বল্প সুযোগ প্রাপ্ত শিশুদের জন্য নিউ বেইলী রোড ও পুরাতন ঢাকায় আগা নওয়াব দেউড়িতে প্রাথমিক ও প্রি-প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ২০০২ সালে ড. নীলিমা ইব্রাহিমের মৃত্যুর পর তাঁর স্মরণে এই বিভাগের নামকরণ করা হয়। বেইলী রোড স্কুলে ছাত্র-ছাত্রী সংখ্যা ১০০-১২০ জন এবং আগা নওয়াব দেউড়ীতে ছাত্র-ছাত্রী সংখ্যা ছিল অনুরূপ। বর্তমানে আগা নওয়াব দেউড়ী স্কুল ভবনটি অতি পুরাতন হয়ে যাওয়াতে সাময়িকভাবে স্কুল পরিচালনা বন্ধ আছে।
নিউ বেইলী রোড প্রাথমিক স্কুলে নিয়মিতভাবে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, স্বাস্থ্য সম্মত টিফিন ও হেলথ কার্ডের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। ঢাকা কমিউনিটি হাসপাতাল দীর্ঘদিন ধরে আমাদের এই সেবা দিয়ে আসছে। এছাড়া বিভিন্ন জাতীয় ও স্মরণীয় দিবস, শিক্ষা সফর, মিলাদ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদির আয়োজন করা হয়। শিক্ষকদের নিয়মিত বিভিন্ন প্রশিক্ষণে যোগদান করার ব্যবস্থা করা হয়। ছাত্র-ছাত্রীরা সরকারী ও বেসরকারী পর্যায়ে আয়োজিত সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং পুরষ্কৃত হয়ে থাকে। স্কুলের প্রয়োজনে বাংলাদেশ মহিলা সমিতির সদস্যরা নিয়মিতভাবে আর্থিক অনুদান প্রদান করে থাকেন।
অতীতে বহু দেশি-বিদেশি সংগঠন আমাদের এই শিক্ষা সহায়তা কার্যক্রমে সহযোগিতায় এগিয়ে এসেছে। বর্তমানে “টিচ ফর বাংলাদেশ” দু’জন ফেলো শিক্ষিকার মাধ্যমে আমাদের সহায়তা প্রদান করছেন।
এই প্রাথমিক বিদ্যালয়ের বহু ছাত্র-ছাত্রী পরবর্তী জীবনে উচ্চ শিক্ষার সুযোগ পেয়ে জীবনে প্রতিষ্ঠা লাভ করেছে।